সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর মুরাদনগরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত। কালের খবর স্বাধীন সাংবাদিকতা রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা জরুরি। কালের খবর সাতক্ষীরায় চার পিচ স্বর্ণের বার সহ আটক এক। কালের খবর সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই। কালের খবর তারুণ্যের অহংকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। কালের খবর এক দফার আন্দোলনকে ব্যর্থ করতে বর্তমান যুবদল সরকারের সাথে আঁতাত করেছিল : অভিযোগ সাবেক নেতাদের। কালের খবর রোববার ৫ নির্দেশনায় খুলছে স্কুল-কলেজ, , বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক। কালের খবর সিরাজগঞ্জে খিরা চাষে লাভবান কৃষক, খিরা যাচ্ছে সারাদেশে। কালের খবর তীব্র গরমে পথচারীদের সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস। কালের খবর
নরসিংদীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গাড়ি ভাঙচুর। কালের খবর

নরসিংদীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গাড়ি ভাঙচুর। কালের খবর

নরসিংদী থেকে রেজাউল করিম গাজী, কালের খবর  : নরসিংদী প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ারসহ তার পরিবারের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তাদের বহনকারী প্রাইভেটকারটি ভাঙচুর করা হয়েছে। শনিবার রাতে শিবপুর উপজেলার আমতলায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার মোর্শেদ শাহরিয়ার আরটিভি এবং মানবজমিনের স্টাফ রির্পোটার হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নরসিংদীর শিবপুরে শ্বশুরবাড়ি থেকে পরিবারের সকল সদস্যদের নিয়ে নরসিংদী শহরের ভেলানগর নিজ বাসায় ফিরছিলেন সাংবাদিক মোর্শেদ শাহরিয়ার। শিবপুরের আমতলায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল যোগে তিনজন সন্ত্রাসী অস্ত্র হাতে নিয়ে গাড়ির গতিরোধ করে। গাড়ি থামানোর সঙ্গে সন্ত্রাসীরা হামলা চালায় এবং গাড়ির ড্রাইভার রমজান মিয়াকে মারধর করে। সন্ত্রাসীরা মোর্শেদ শাহরিয়ারকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে। গাড়ির ভেতরের লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

সাংবাদিক মোর্শেদ শাহরিয়ার বলেন, পূর্ব থেকে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা বাসায় ফেরার পথে হঠাৎ আমার ও আমার পরিবারের ওপর হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। আমাকে তারা অনেক চেষ্টা করছে গাড়ি থেকে নামাতে, আমি গাড়ি থেকে নামলে হয়তো প্রাণে মেরে ফেলতো সন্ত্রাসীরা। আমি পুলিশকে ঘটনাটি অবহিত করেছি।
এ ব্যাপারে শিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি শুনেছি। সন্ত্রাসীদের ধরার চেষ্টা করছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com