সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর
পেশার শুরুতে গ্রামে যাওয়া উচিত তরুণ চিকিৎসকদের : ডা. সামন্ত লাল সেন

পেশার শুরুতে গ্রামে যাওয়া উচিত তরুণ চিকিৎসকদের : ডা. সামন্ত লাল সেন

 

 

কালের খবর প্রতিবেদন :
তরুণ চিকিৎসকদের গ্রামে যাওয়া উচিত, পেশার শুরুতে অন্তত গ্রামে গিয়ে দুই বছর সেখানকার মানুষদের চিকিৎসা সেবা দেওয়া উচিৎ বলে অভিমত দিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

আজ সোমবার কালের খবর ফেসবুক সেলিব্রিটি লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ চিকিৎসকদের প্রতি আহবান জানিয়ে এই অভিমত ব্যাক্ত করেন তিনি।

ডা. সামন্ত লাল সেন বলেন, আমি শুরুতে বানিয়াচংয়ে কাজ করতে শুরু করি। তখন বর্তমান সময়ের মতো প্রযুক্তি সেবা ছিলনা। আমার সাথে তখন পরিবার থেকে চিঠির মাধ্যমে যোগাযোগ করা হতো। এখন প্রযুক্তির উৎকর্ষতায় সবকিছুই নিকটে চলে এসেছে। ফলে এখন অন্তত দুই বছর তরুণ চিকিৎসকদের গ্রামে যাওয়া উচিত।

তিনি বলেন, তরুণরা যদি গ্রামে গিয়ে গ্রামের মানুষদের সেবা করে তাহলে তারা উপকৃত হবে। আর এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীও বেশ আন্তরিক। সংশ্লিষ্ট মন্ত্রণালয় আন্তরিক। আর যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত, তাই শুরুতে গ্রামে কাজ করলে ক্যারিয়ারের জন্যও ভালো।

আমি দীর্ঘ সময় গ্রামের মানুষদের চিকিৎসাসেবা দিয়ে আসছি।
সেলিব্রিটি লাইভ অনুষ্ঠানে ডা. সামন্ত লাল সেন নেপালে বিধ্বস্ত বিমানে আহতদের বর্তমানে চিকিৎসা প্রদান সম্পর্কে নানা তথ্য দেন। এছাড়াও আগুনে পুড়ে যাওয়া রোগী এসিডদগ্ধদের তাৎক্ষণিক করণীয় সম্পর্কে মূল্যবান বক্তব্য আলোকপাত করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com