কালের খবর প্রতিবেদন :
তরুণ চিকিৎসকদের গ্রামে যাওয়া উচিত, পেশার শুরুতে অন্তত গ্রামে গিয়ে দুই বছর সেখানকার মানুষদের চিকিৎসা সেবা দেওয়া উচিৎ বলে অভিমত দিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
আজ সোমবার কালের খবর ফেসবুক সেলিব্রিটি লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ চিকিৎসকদের প্রতি আহবান জানিয়ে এই অভিমত ব্যাক্ত করেন তিনি।
ডা. সামন্ত লাল সেন বলেন, আমি শুরুতে বানিয়াচংয়ে কাজ করতে শুরু করি। তখন বর্তমান সময়ের মতো প্রযুক্তি সেবা ছিলনা। আমার সাথে তখন পরিবার থেকে চিঠির মাধ্যমে যোগাযোগ করা হতো। এখন প্রযুক্তির উৎকর্ষতায় সবকিছুই নিকটে চলে এসেছে। ফলে এখন অন্তত দুই বছর তরুণ চিকিৎসকদের গ্রামে যাওয়া উচিত।
তিনি বলেন, তরুণরা যদি গ্রামে গিয়ে গ্রামের মানুষদের সেবা করে তাহলে তারা উপকৃত হবে। আর এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীও বেশ আন্তরিক। সংশ্লিষ্ট মন্ত্রণালয় আন্তরিক। আর যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত, তাই শুরুতে গ্রামে কাজ করলে ক্যারিয়ারের জন্যও ভালো।
আমি দীর্ঘ সময় গ্রামের মানুষদের চিকিৎসাসেবা দিয়ে আসছি।
সেলিব্রিটি লাইভ অনুষ্ঠানে ডা. সামন্ত লাল সেন নেপালে বিধ্বস্ত বিমানে আহতদের বর্তমানে চিকিৎসা প্রদান সম্পর্কে নানা তথ্য দেন। এছাড়াও আগুনে পুড়ে যাওয়া রোগী এসিডদগ্ধদের তাৎক্ষণিক করণীয় সম্পর্কে মূল্যবান বক্তব্য আলোকপাত করেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি