মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন
কালের খবর প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে ২৯৪ পিস ইয়াবাসহ সাধন মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার বৈশামুড়া এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
আটক সাধন জেলার বিজয়নগর উপজেলার চাওরখলা এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। তিনি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে র্যাব।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার চন্দন দেবনাথ ও এএসপি জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একটি আভিযানিক দল রাতে বৈশামুড়া এলাকার রাজামারিয়া কান্দি ও সুবর্ণ ব্রিক ফিল্ডের মাঝামাঝি স্থানে অভিযান চালিয়ে সাধনকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ২৯৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরাইল থানায় মামলা করা হয়েছে।