রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন
কালের খবর প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮টি আবাসিক হোটেল থেকে ২৯ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ১২ তরুণ ও ১৭ তরুণী রয়েছেন।
গতকাল রোববার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় আবাসিক হোটেলগুলোতে অভিযান চালানো হয়।
হোটেল দক্ষিণ বাংলা, রোজ গার্ডেন, ময়নামতি, রাজধানী, নিউ রাজধানী, রাজমনি, এশিয়া ও বিলাস আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ২৯ তরুণ-তরুণীকে আটক করা হয়। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে।
মো. জাকির হোসেন জানান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নির্দেশে চান্দনা চৌরাস্তা এলাকায় আটটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।