বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন
আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর : কুমিল্লার মুরাদনগরে অবৈধ ভাবে ইট উৎপাদন ও মাটি সংগ্রহের দায়ে ৪টি ইটভাটাকে সাড়ে নয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এ অভিযান পরিচালনা করেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।
জানা যায়, নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করায় মুরাদনগর সদর ইউনিয়নের ঘোড়াশাল এলাকার মেসার্স এমবিসি ব্রিকস, নবীপুর পূর্ব ইউনিয়নের থোল্লারমোড় এলাকার মেসার্স নিউ জনতা ব্রিকস (সাবেক শাপলা ব্রিকস) ও ছালিয়াকান্দি এলাকার মেসার্স মুক্তা ব্রিকস প্রত্যেককে ৩ লাখ টাকা করে ৯ লাখ এবং অবৈধ ভাবে মাটি সংগ্রহ করায় নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর এলাকার মেসার্স এফ আলী ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রায়হান মোরশেদ, কুমিল্লা জেলা বিএসটিআই’র সহকারী পরিচালক শাহাদাত হোসেন, পরিদর্শক লুৎফর রহমান, মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ফায়ার ফাইটার নূরে আলম ও ফায়ার ফাইটার আরিফুর রহমান প্রমুখ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৮ (৩) ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করায় তিনটি ইটভাটাকে ৯ লাখ টাকা এবং একই আইনের ৫ (২) ধারা লঙ্ঘন করে অবৈধ ভাবে মাটি সংগ্রহ করায় আরেকটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা শেষে আদায় করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।