শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত। কালের খবর মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্বে জামাল-মুকুট। কালের খবর তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকত। কালের খবর আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন। কালের খবর নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সালাম সভাপতি, ছনি সম্পাদক নির্বাচিত। কালের খবর সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর
জামালপুরের সরিষাবড়িতে আন্তঃনগর যমুনা ট্রেনে আগুন,আহত-৪। কালের খবর

জামালপুরের সরিষাবড়িতে আন্তঃনগর যমুনা ট্রেনে আগুন,আহত-৪। কালের খবর

কাজি ফারুক, সরিষাবাড়ি(জামালপুর)প্রতিনিধি, কালের খবর : জামালপুরের সরিষাবাড়িতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে তিন বগি পুড়ে যায় এবং ৪জন যাত্রী আহত হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সরিষাবাড়ী তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে এসে রোববার মধ্যরাত ১ঃ০৭মিনিটে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে পৌঁছায়,তিন মিনিট অপেক্ষা করে ছেড়ে যাওয়ার প্রাক্কালে ট্রেনের শেষাংশের প্রথম শ্রেণি ‘ক’ বগিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়।
পরে এ সংবাদ সরিষাবাড়ী ফায়ার সার্ভিসকে অবগত করলে, তারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে আগুন নিবানোর চেষ্টা চালায়,প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, ট্রেনে আগুন লেগেছে শুনে আমরা ঘটনাস্থলে ১:২০ মিনিটে পৌঁছাই এবং আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনি। আগুনে একটি বগীর আংশিক আর দুইটি বগীর সম্পূর্ণ পড়ে গেছে।
রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার আব্দুস সালাম জানান রাত ১:০৭ মিনিটের সময় ট্রেনটি সরিষাবাড়ী স্টেশনে এসে পৌঁছায়। পরে তিন মিনিট অপেক্ষা করে ১:১০ মিনিটের সময় তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়। স্টেশন হতে ৫’শত গজ দূরে যেতে না যেতেই ট্রেনের পিছনের বগিতে আগুন দেখা যায়। পরে ট্রেনের নিরাপত্তা কর্মীরা ট্রেনের চেইন টেনে ট্রেনটি থামায় এবং যাত্রীদের সুরক্ষা করে।
তবে ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কে ট্রেনের দরজা জানালা দিয়ে লাফিয়ে নামতে গিয়ে অনেকেই আহত হয়েছেন বলে জানান ট্রেনের নিরাপত্তা কর্মী পুলিশ নাজির উদ্দিন।
আহতদের ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হামিদা আক্তার তিথি বলেন, ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন নারী আহত হয়ে সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তন্মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান এবং বাকি দুজন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নিচ্ছেন।
ট্রেনে আগুন দেওয়ার বিষয়ে স্থানীয় মুক্তিযোদ্ধার সন্তান ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ বলেন, যারা দেশের জাতীয় সম্পদ নষ্ট করে তারা দেশ ও জাতির শত্রু। আমি এ ঘটনার তীব্র নিন্দা সহ সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসফিকুর রহমান বলেন, মধ্যরাতে সংবাদ পাই যমুনা ট্রেনে আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে এসে দেখি দুটি বগিতে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আপাতত তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com