শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন
আহমেদ সাজ, সখীপুর, কালের খবর :
টাঙ্গাইলের সখীপুর ওড়নার কাপড় দিয়ে হাত পা হাত ও মুখ বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৯অক্টোবর) আনুমানিক ১১ টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা বেলতলী এলাকায় বনের ভিতর দিয়ে যাওয়ার সময় সড়কের পাশে মরদেহ দেখতে পায় স্থানীয়রা।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,উপজেলার কালিয়া ইউনিয়নের আ:জলিল মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৩৮)কালমেঘা এলাকায় থেকে লাশ পাওয়া যায়। বহুরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সরকার নুরে আলম মুক্তা বলেন, সকালে স্থানীয় এক কাঠমিস্ত্রি সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়।তাৎক্ষনিক থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল করেন সখীপুর থানার উপ-পরিদর্শক ফজলুল হক। ছেলেটি পরিবার জানায়, দীর্ঘদিন বিদেশ করে দেশে এসে অটো কিনে চালাত।ধারণা করা হচ্ছে, অটো ছিনতাই করার সময় বাধাঁ দিলে তাকে হত্যা করে জঙ্গলে লাশ ফেলে যায়।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন,লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।আসামি শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হবে।