শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, কালের খবর : শ্রীমঙ্গলে যৌতুকের জন্য পিটিয়ে স্ত্রীর ৪ মাসের গর্ভ নষ্ট করার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুস সালাম তালুকদার ও পরিবারের লোকজন বিরোদ্ধে। এ ঘটনায় স্ত্রী মেহবুবা আক্তার তমা(২০) বাদি হয়ে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামীসহ তার পরিবারের চার জনের বিরোদ্ধে মামলা করেছেন। বর্তমানে স্বামীর অত্যাচার ও জীবনের নিরাপত্তার ভয়ে হাসপাতাল ছেড়ে পিতার বাসায় অবস্থান করেও রেহাই পাচ্ছেনা স্ত্রী মেহবুবা আক্তার তমা(২০)। শ্রীমঙ্গলের তার বাবার বাসায় গিয়ে সন্ত্রাসী সহ আক্রমন করছেন স্বামী আব্দুস সালাম তালুকদার(২৭)। শ্রীমঙ্গল থানা পুলিশের নিকট গিয়েও আইনি কোন সহযোগীতা পায়নি সে বা তার পরিবার। উল্টো স্বামীর দেওয়া একটি অভিযোগে তার পিতা জাহঙ্গির মিয়াকে শ্রীমঙ্গল থানা পুলিশ থানায় আটক করে কোর্টে চালান দেয়। তার এসএসসি পরীক্ষার্থী ভাই স্বামীর মামলার আসামী হওয়ায় পুলিশের গ্রেফতারের ভয়ে পালিয়ে থেকে পরীক্ষা দিচ্ছে। গর্ভপাতের ফলে বিনা চিকিৎসায় জীবনের নিরাপত্তার কারনে পিতার বাসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মেহবুবা আক্তার তমা। মেহবুবা আক্তার তমার মা দুলি বেগম বলেন, মৌলভীবাজার আবু তাহির রোডের পশ্চিম কাজির গাঁও এলাকার আব্দউল ওয়াহিদ তালুকদারের পুত্র আব্দুস সালাম তালুকদার নামের এক যুবক শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পাশে আনন্দ পাঠশালা নামে এক পথ শিশুর শিক্ষা কেন্দ্র চালু করে। তার মেয়ে শ্রীমঙ্গল সরকারী কলেজে লেখা পড়া করতো। সে সময় পরিচয় হয় আব্দুস সালামের সাথে। আব্দুস সালাম তার মেয়েকে আনন্দ পাঠশালার সাথে সম্পৃক্ত করে। আনন্দ পাঠশালার নামে দেশ বিদেশ থেকে সাহায্য এনে আব্দুস সালাম আত্নসাৎ করে। পরবর্তীতে তার মেয়ের ফাইনাল পরীক্ষা চলার সময় বিয়ের প্রস্তাব পাঠায় আব্দুস সালাম। তারা এ সময় বিয়ে দিতে অসম্মতি জানালে তাদেরে হুমকি দেয়। মেহবুবা আক্তার তমার সরলতার সুজুগ নিয়ে প্রেম সম্পর্ক গড়ে উঠার কারনে তারা মানসম্মানের চিন্তা করে বিয়েতে রাজি হন। বিয়ের কাবিন করে বিয়ের তারিখ ধার্য্য করার পর আব্দুস সালামের মা মেহবুবা আক্তার তমাকে তাদের বাসায় একদিনের জন্য নেওয়ার কথা বলে নিয়ে যান। পরে তাদেরে ফোনে জানান বিয়ের অনুষ্টান করার জন্য তাদেরকে ২ লাখ নগদ যৌতুক দিলে বিয়ের অনুষ্টান হবে। নতুবা মেয়েকে আর ফেরৎ দেওয়া হবে না। তারা বাধ্য হয়ে ২ লাখ দেন। বিয়ের দিন বিয়ের সেন্টারে আব্দুস সালাম অপ্রীতিকর আচরন করে। এ সবের ভিডিও আছে। এরপর থেকে সব সময় যৌতুকের জন্য চাপ দিতে থাকে আব্দুস সালাম ও তার পরিবার। গত ৩ মে বুধবার যৌতুক নিয়ে না দেওয়ার কারনে তার মেয়েকে আব্দুস সালাম তার ভাই সোহেল তালুকদার, পিতা আব্দুল ওয়াহিদ তলুকদার, মা সফর ভানু মিলে খুব মারধোর করেন। ফলে তার মেয়ের ৪ মাসের গর্ভ নষ্ট হয়ে যায়। মেহবুবা আক্তার তমার শারীরিক অবস্থা খারাপ হওয়ার খবর পেয়ে তার মা বাবা তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করান। রেজি নং-৩০২৮৬, গাইনী ওয়ার্ড বেড নং- বি/২৪। স্বামী আব্দুস সালাম আলামত নষ্ট করার জন্য অসুস্থ মেহবুবা আক্তার তমাকে জোর করে হাসপাতাল থেকে নিয়ে বেড়িয়ে যায়। পরে তার শারীরিক অবস্থা ভাল না থাকায় তার মা তাদের শ্রীমঙ্গল বাসায় নেন। আব্দুস সালাম চালাকি করে হাসপাতালের চিকিৎসার মুল কাগজ পত্র তার নিকট নিয়ে যায়। ৬ মে আব্দুস সালাম তার সন্ত্রাসী বাহিনীসহ শ্রীমঙ্গল উকিল বাড়ি রোডে তাদের বাসায় গিয়ে অসুস্থ মেহবুবা আক্তার তমাকে মারধোর করে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাসার লোকের চিৎকারে আশপাশের লোক ছুটে আসলে হুমকি দিয়ে তারা চলে যায়। এছাড়াও আব্দুস সালাম তার মেয়ে মেহবুবা আক্তার তমাকে বাসায় গলা টিপে হত্যার চেষ্টা করেছে বলে তমার মা জানান। বর্তমানে মেহবুবা আক্তার তমা ও তার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছেন।