বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মুন্সিগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। । ‘এবার টার্গেটে সাংবাদিকদের সন্তানেরা’ চট্টগ্রামের মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কালের খবর ঈশ্বরগঞ্জে হতদরিদ্রের লাখ লাখ টাকা নিয়ে এনজিও উধাও। কালের খবর ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মত বিনিময়। কালের খবর
শিবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ এক বাংলাদেশী যুবকের মরদেহ উদ্ধার। কালের খবর

শিবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ এক বাংলাদেশী যুবকের মরদেহ উদ্ধার। কালের খবর

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু
শিবগঞ্জ ( চাঁপাইনবাবগঞ্জ) থেকে, কালের খবর :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ এক বাংলাদেশী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সাদিকুর রহমান (৩৫),সে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচাকপাড়া গ্রামের তৈয়বুর রহমানের ছেলে।
রবিবার সকাল সাড়ে ছয় টার দিকে বিজিবির সহায়তায় সীমান্ত পিলার ১৮৩ /৪ এস হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যান্তরে নামো চকপাড়া জামতলা এলাকায় ধানক্ষেতে পড়ে থাকা সাদিকুরের মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ। নিহতের ভাই গাজেলুর রহমান জানান, গতকাল দুপুরে খাওয়ার পর, বাজারের দিকে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়েছিলো, রাতে আর বাড়ি ফিরে আসেনি। সকালে মরদেহ পড়ে থাকার কথা জানাতে পারেন। শাহবাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ইসমাইল হোসেন ও শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা জানান সাদিকুর রহমান অবৈধভাবে ভারতে প্রবেশ কালে মিনি সুলতানপুর বি এস এফ ক্যাম্পের সদস্যরা গুলি করলে সে গুরুতর আহত হয়। এ সময় তার সংগীরা তাকে নিয়ে পালিয়ে আসার সময় মারা গেলে বাংলাদেশের অভ্যান্তরে রেখে দেয়।সকালে স্থানীয় জনগণ দেখতে পেয়ে সংবাদ দেয়।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, বাংলাদেশের অভ্যান্তরে ওই যুবকের মরদেহ পড়ে ছিলো, বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়া হয়, তারা মরদেহ উদ্ধার করেছে ও পরবর্তী পদক্ষেপ গ্রহন করবে। বিএসএফের গুলিতে কি মৃত্যু হয়েছে ওই যুবকের এমন প্রশ্নে, লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান বিএসএফের টহল সীমানা থেকে যেখানে মরদেহ পড়ে ছিলো, সেখান পর্যন্ত গুলি করা সম্ভব নয়। গতকাল রাতে সীমান্তে কোন ফায়ারিং এর শব্দও তাদের টহল টিম পায়নি। পুলিশ এ হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করে দেখবে। এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মদ জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান স্থানীয়দের ভাষ্য বিএসএফের গুলিতে সাদিকুর রহমান মারা গেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com