বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
মোঃ আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা), কালের খবর : কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে এবং ছালিয়াকান্দি ইউনিয়নের সরমাকান্দি গ্রামে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হুদা। মঙ্গলবার (১১ এপ্রিল) এ অভিযানে ০২ টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।অভিযানে প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা প্রদান করেন মুরাদনগর থানা পুলিশ।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা বলেন, উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।