রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন
কালের খবর ডেস্ক :
গৃহবধুকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে কড়া মাসুল দিতে হলো বিহারের এক যুবককে। শুধু মারধরই নয়, অ্যাসিড ঢেলে নষ্ট করে দেওয়া হলো তার দুটি চোখই।
বিহারের সমস্তিপুরের এক যুবক (৩০) কাজ করতেন বেগুসরাইয়ে এক কৃষকের বাড়িতে। সেখানে তিনি ট্রাক্টর চালাতেন। বহুদিন কাজ করার সুবাদে মালিকের স্ত্রীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে ওই যুবকের। গত ৬ ফেব্রুয়ারি মালিকের স্ত্রীর সঙ্গে তিনি বাড়ি ছাড়েন। এর পরিণতি হলো ভয়ঙ্কর।
স্ত্রী পালিয়ে যাওয়ার পর ওই যুবকের নামে থানায় অপহরণের অভিযোগ করেন ওই কৃষক। গত ১৬ ফেব্রুয়ারি মহকুমা আদালতে এসে জবানবন্দি দেন ওই নারী। পাশাপাশি স্বামীর কাছে ফিরে আসার আর্জি করেন পলাতক নারী। কেন ওই নারী ফিরে এলেন তার কোনো কারণ জানা যায়নি।
কালের খবর/১৯/২/১৮