শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মুন্সিগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। ।
বোয়ালমারীতে পৈতৃক সম্পত্তি কেড়ে নিল প্রাণ! কালের খবর

বোয়ালমারীতে পৈতৃক সম্পত্তি কেড়ে নিল প্রাণ! কালের খবর

বোয়ালমারী (ফরিদপুর) থেকে এমএম জামান, কালের খবর : ফরিদপুরের বোয়ালমারীতে ভাই-ভাতিজির সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল এক ব্যবসায়ীর। বোয়ালমারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কামারগ্রাম নিবাসী হরিপদ সাহার ছেলে দেব কুমার সাহার সাথে তার ভাই গিরিধারী সাহা ও গোপীনাথ সাহার পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে দেব কুমার সাহা (৪৫) মারা যান বলে অভিযোগ।

মৃত্যুর পর নিহতের স্ত্রী শিল্পী রানী সাহার থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিকভাবে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়ের ফয়সালার জন্য এর আগে দেব কুমার সাহা বোয়ালমারী পৌরসভার মেয়র, থানা অফিসার ইন চার্জ ও ইউএনও বরাবর আবেদন করেছিলেন। ওই আবেদনে উল্লেখ করেছিলেন, ভাইয়েরা পৈতৃক সম্পত্তির সমান অংশীদার। কিন্তু গিরিধারী সাহা ও গোপীনাথ সাহা জমি বন্টন করতে রাজি নন। গত বছরের ২১ নভেম্বর দেব কুমার সাহার ইউএনও মোশারেফ হোসাইন বরাবর করা একটি আবেদন ইউএনও বোয়ালমারী থানায় অগ্রগামী করেন। একই তারিখে পিতার সম্পত্তি সমবন্টনের ব্যবস্থা করতে বোয়ালমারী পৌরসভার মেয়র বরাবরও একটি আবেদন করেন দেব কুমার সাহা।
এরই মধ্যে গত ৬ জানুয়ারি সকাল ১০টার দিকে গোপীনাথ সাহার ছেলে তন্ময় সাহা (২০) দেব কুমার সাহার বাড়িতে গিয়ে দেব কুমারকে গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করলে তন্ময়ের বোন তিথি সাহা (২৩), বাবা গোপীনাথ সাহা (৫০), কাকা গিরিধারী সাহা (৫৫) এবং সোনাপদ সাহার ছেলে সুব্রত সাহা (৪৫) এসে দেব কুমারসহ পরিবারের সদস্যদের ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দেয়। এ সময় দেব কুমার হৃদরোগে আক্রান্ত হয়ে মেঝেতে পড়ে যান। সাথে সাথে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বামীর মৃত্যুতে স্ত্রী শিল্পী রানী সাহা অসুস্থ হয়ে পড়লে বিবাদীগণ দ্রুত দেব কুমার সাহাকে শ্মশানে নিয়ে দাহ করে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার সেকেন্ড অফিসার উপ-পুলিশ পরিদর্শক মো. আক্কাস আলী শেখ বলেন, এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। জমিজমা নিয়ে নিজেদের মধ্যে বিরোধ, তারা যদি বিরোধ মেটাতে থানার সহায়তা চায় তবে আমরা সহায়তা করব।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com