শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
বোয়ালমারী (ফরিদপুর) থেকে এমএম জামান, কালের খবর : ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহে স্ত্রীর উপর অভিমান করে স্বামী নিজের গোপনাঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটেছেন বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, মাস দেড়েক আগে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আমির হোসেনের ছেলে শাহিন আলমের (২৬) সাথে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল।
শাহিন বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়ায় অবস্থিত ‘পারফেক্ট পলিমার ইন্ডাস্ট্রিজে’ সেলাই মেশিনের অপারেটর হিসেবে চাকরি করেন। রোববার (৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে ওই কারখানার বাথরুমের ভেতর থেকে তার চিৎকার শুনে কারখানার লোকজন ছুটে যান। এসময় তারা বাথরুমের ভেতরে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তার গোপনাঙ্গ কাটা ছিল। নিজেই নিজের গোপনাঙ্গ কেটেছেন বলে তিনি সহকর্মীদের জানিয়েছেন।
তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বলেন, আহতকে সাথে সাথে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ায় তার সাথে কথা বলতে পারিনি। তবে কারখানার লোকেরা জানিয়েছেন শাহিন ছুটিতে বাড়ি গিয়েছিল। বাড়ি থেকে এসে আর কাজে যোগ দেয়নি। তার গোপনাঙ্গ নিজেই কেটেছে বলে সহকর্মীরা জানিয়েছেন।