মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি। কালের খবর মুরাদনগরে তীব্র গরমে একই বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী অসুস্থ। কালের খবর ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। কালের খবর সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর মুরাদনগরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত। কালের খবর স্বাধীন সাংবাদিকতা রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা জরুরি। কালের খবর সাতক্ষীরায় চার পিচ স্বর্ণের বার সহ আটক এক। কালের খবর সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই। কালের খবর তারুণ্যের অহংকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। কালের খবর এক দফার আন্দোলনকে ব্যর্থ করতে বর্তমান যুবদল সরকারের সাথে আঁতাত করেছিল : অভিযোগ সাবেক নেতাদের। কালের খবর
রাস্তার উপর সাপ্তাহিক হাট, ভোগান্তি চরমে। কালের খবর

রাস্তার উপর সাপ্তাহিক হাট, ভোগান্তি চরমে। কালের খবর

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল, কালের খবর :

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া বাজারের ধানের হাট নিয়মিত বসছে রাস্তার উপর। এ নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন জনবহুল রাস্তার উপর যানযট সাধারণ মানুষ দীর্ঘদিন যাবৎ ভোগান্তি পোহাচ্ছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝামাঝি অংশে দিয়ে এতিহ্যবাহী মল্লিকবাড়ী বাজার বরাবর চলে গেছে উত্তরবঙ্গের মহাসড়কের দক্ষিণ পাড় এলেঙ্গা বাজারে সংযোগ হয়েছে। এই সড়ক দিয়ে ময়মনসিংহ ও টাঙ্গাইল মেডিকেল কলেজের রোগীবহনের এম্বুলেন্সসহ অসংখ্য উত্তরবঙ্গের গাড়ী গাজীপুর শিল্প এলাকায় যাতায়াত করে।
রাস্তার পূর্বপাশে দাড়িয়ে থাকা স্কুল ছাত্র সিয়ামকে কিছু জিজ্ঞেস করতেই ছলছল চোখে জানায় অটো-ভ্যানের ঠেলাঠেলিতে রাস্তা পার হতে পারছি না।সময়মতো স্কুলে যেতে না পারলে সমস্যা হবে।
এ রাস্তায় নিয়মিত চলাচলকারী মাইক্রোচালক মোস্তফা বলেন,কচুয়া হয়ে হাইওয়ে রাস্তায় উঠতে পারলে সময়মতো জরুরি কাজ শেষ বাড়ি ফেরা যায়।
কচুয়া বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল আলিম জানান, বাজারের উপর দিয়ে রাস্তা যাওয়ায়, বাজারের জায়গা অনেক কমে গেছে। তারপরও জনদূর্ভোগের বিষয়টি মাথায় রেখে কচুয়া বাজার বণিক সমিতির অন্যান্য সদস্যদের সাথে পরামর্শ করে খুব তাড়াতাড়ি সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

এবিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম জানান,বিষয়টি অবশ্যই উদ্বেগের।ইতিমধ্যে কচুয়া হাটের ইজারাদের নির্দেশ দিয়েছি রাস্তা হতে ধানের হাট বাজারের অন্য কোথাও সরিয়ে নিতে।তিনি আরও বলেন,জনদূর্ভোগ লাগবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com