শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : তাড়াশে শিশু ধর্ষণ চেষ্টায় এক বৃদ্ধ আটক শনিবার বিকালে ৬ টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ জেলাধীন তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের শেখপাড়ায় এ ঘটনা ঘটে।
আটকৃত বৃদ্ধ আমজাদ হাজী(৬৫) হামকুড়িয়া গ্রামের শেখপাড়ার মৃত ছবির উদ্দিন হাজীর ছেলে ।
ভুক্তভোগী শিশুটির বাবা জানান, শনিবার বিকালে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে আমার মেয়ে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে শাপলা ফুল তোলার জন্য গেলে, লম্পট আমজাদ হাজী গ্রামের শেখপাড়ার গনি বিএসসির পুকুরপাড়ে তাকে শাপলা ফুল তুলে দেয়ার কথা বলে ফুসলিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
বাড়িতে আসার পর মেয়েকে অনেকটা দুর্বল মনে হচ্ছিল।
এছাড়া প্রস্রাব করতে গিয়ে প্রচন্ড ব্যথ্যা অনুভব করায় কান্নাকাটি করছিল। বিষয়টি অস্বাভাবিক মনে হলে- মেয়েকে জিজ্ঞেস করলে- সে আমাদের বলে, শাপলা ফুল তুলে দেয়ার কথা বলে- তাকে পুকুরপাড়ে ডেকে নিয়ে আমজাদ হাজী তার লজ্জাস্থানে আঙ্গুল দিয়ে যৌণ নিপিড়ন করেছে।
পরে স্থানীয়রা গিয়ে লম্পট হাজী আমজাদ হোসেনকে পিটুনী দিয়ে পুলিশে সোর্পদ করেছেন।
স্থানীয়রা জানান, লম্পট আমজাদ হাজী(৬৫) এর আগেও একাধিক এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এছাড়া পুলিশ ও র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলো, যৌন কেলেঙ্কারীর দায়ে আমজাদ হাজী জেলও খেটেছেন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তাকে আটক করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি শিশু যৌন নিপীড়ন ও নির্যাতন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এলাকাবাসী যৌন নিপীড়ক আমজাদ হাজীর চরম শাস্তি চায়।