শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মুন্সিগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। ।
রাজনগরে চাঁদা না দেওয়ায় প্রবাসীর পিতা গৃহবন্দি। কালের খবর

রাজনগরে চাঁদা না দেওয়ায় প্রবাসীর পিতা গৃহবন্দি। কালের খবর

মৌলভীবাজার প্রতিনিধি, কালের খবর : রাজনগর উপজেলার ব্রাহ্মণ গাঁও লন্ডন প্রবাসীর পিতার নিকট চাঁদা চেয়ে না পাওয়ায় গৃহবন্দি করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে লন্ডন প্রবাসী হাফিজ মোসলে উদ্দিনের পিতা মৌলানা নাসির উদ্দিন আখন্দ(৬৫) ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে মামলা দায়ের করেছেন। মামলা নং-০৬/২২ইং। মামলার অভিযোগে জানা যায়, একি গ্রামের মিজানুর রহমার মিজু ও সিজু আহমেদ সিজু ৯ মে তারিখ হইতে তাঁর নিকট রড় অংকের চাঁদা চেয়ে আসছে। তাদের দাবীকৃত টাকা দিতে অস্বীকৃত হওয়ায় তারা মৌলানা নাসির উদ্দিন আখন্দের বাড়িতে প্রবেশের রাস্তা দিয়ে চলা চলে বাঁধা সৃষ্টি করছে। এমনকি তাঁর বাড়িতে আত্মীয় স্বজন বাড়িতে প্রবেশ করতে বাঁধা দিচ্ছে। এব্যাপারে গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। বাড়িতে আত্মীয় স্বজন প্রবেশ ও তাকে বাড়ি থেকে বের হতে বাঁধা দেওয়ায় তিনি গৃহবন্দি অবস্থায় আছেন। মৌলানা নাসির উদ্দিন আখন্দ(৬৫) জানান ১৯৯৪ সালে মিজানুর রহমার মিজুর সাথে রাস্তা নিয়ে সমস্যা সৃষ্টি হলে স্থানীয় চেয়ারম্যান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা হয়ে পঞ্চায়েত নামা করা হয়। এই পঞ্চায়েত নামায় অর্ধাশতাধিক ব্যক্তির স্বাক্ষর রয়েছে। বর্তমানে তাঁর ছেলে লন্ডন প্রবাসী হওয়ায় মিজানুর রহমার মিজুর ও তার ভাই সিজু আহমেদ সিজু এই রাস্তা দিয়ে চলাচল করতে নানা অজুহাতে বড় অংকের চাঁদা দাবী করছে। চাঁদা না দেওয়ায় রাস্তা দিয়ে চলাচল করতে বাঁধা সৃষ্টি করছে। এব্যাপারে ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাহেল হোসেন বলেন, মৌলানা নাসির উদ্দিন আখন্দ(৬৫) এর নিকট মিজানুর রহমান মিজু ও সিজু আহমেদ সিজুর চাঁদা দাবীর বিষয়টি শুনেছি। এছাড়াও আমার ইউনিয়নের গ্রাম আদালতে মৌলানা নাসির উদ্দিন আখন্দ(৬৫) বিচার প্রার্থী হয়ে মামলা দিয়েছেন। মৌলানা নাসির উদ্দিন আখন্দ(৬৫) এর পাশের বাড়ি মিজানুর রহমার মিজু ও সিজু আহমেদ সিজু তাদের নানার বাড়িতে থাকে। তাদের আয় রোজগারের জন্য কোন ব্যবসা বানিজ্য নেই। বিষয়টি আমি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখবো বলে জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com