শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল, কালের খবর ঃ
টাঙ্গাইলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি স্কুলের ৫ম শ্রেণির ছাত্র শিহাব(১২) এর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত শিহাব সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামের সিংগাপুর প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে।
পারিবারিক তথ্যমতে,নিহতের ফুফাতো ভাই আল আমিন শিকদার বলেন,গত জানুয়ারি মাসে ভালো পড়শোনা করানোর আশায় আমরা তাকে সৃষ্টি স্কুলের আবাসিক শাখায় ভর্তি করি।শিহাব ভালোভাবেই পড়াশোনা চালিয়ে আসছিল।কিন্তু আজ সোমবার বিকেলে স্কুল থেকে ফোন দিয়ে বলা হলো শিহাব খুব অসুস্থ আপনারা তাড়াতাড়ি আসেন।আল আমিন জানান, আমি শিহাবের মাকে নিয়ে স্কুলের আবাসিক শাখায় আসলে শিক্ষকরা জানায় সে সিএনজি এক্সিডেন্ট করছে তাড়াতাড়ি হসপিটালে যান।আমরা হসপিটালে গিয়ে মর্গে শিহাবের লাশ দেখতে পাই।সৃষ্টি স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা জানায়,শিহাব বাথরুমের ঝর্ণার সাথে গামছা পেচিয়ে আত্ম হত্যা করেছে।
সৃষ্টি স্কুলের ভাইস প্রিন্সিপাল আনোয়ার বলেন,ছেলেটি আত্ম হত্যা করেছে শুনেছি।
পরিবারের দাবি, শিহাব আত্ম হত্যা করেনি, পরিকল্পিতভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে।এমন নির্মম হত্যা কান্ডের বিচার দাবি করেন।
এবিষয়ে সদর থানার সার্কেল টাঙ্গাইল সরোয়ার হোসেন বলেন,আমরা প্রাথমিক তদন্ত শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।এ রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।তিনি আরও বলেন,আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।