মাদারীপুর থেকে রুবেল মাহমুদ, কালের খবর :
মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকের হাট বন্দরে ঢাকা টু বরিশাল মহাসড়কের পাশে হাসমত ফিলিং পেট্রোল পাম্প বিপরীতে পৌর সভার ময়লা স্তপে এক নব জাতক মৃতশিশু সন্ধান মেলে।এই বাচ্ছার কোন ওয়ারিশ বা লোক জন খুজে পাওয়া যায় নাই। কে বা কাহারা এই বাচ্চা রেখে গিয়েছেন তাহাদের কোন সন্ধান পাওয়াও যাচ্ছে না। এই বাচ্চা দেখার জন্য হাজার হাজার জনতার উপছে পড়া ভীড়। স্থানীয় মানুষদের কাছ থেকে জানা সাধারণ এবং বিশ্ব পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সংস্থার সভাপতিসহ কর্মীরা জানান এ কাজগুলো যারা করেন তাদের সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনা হোক। রাজৈর থানার ওসি ও এস আই আনুল ইসলাম জানান যায় যে এই বাচ্ছাটি টেকেরহাটের কোন না কোন ক্লিনিকের মৃতবাচ্চা রেখে গেছেন। এলাকার জনএটা পুলিশ বাদি মামলা হয়েছে এর সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনা হবে।