বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হজযাত্রা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের খবর সাতক্ষীরায় কাঙ্খিত বৃষ্টিপাত দেখা দিয়েছে জনমনে স্বস্তি। কালের খবর টেকনাফে পণ্য পাচার নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিককে অপহরণের চেষ্টা, থানায় জিডি। কালের খবর এনএমআই-এর স্পেশাল ব্যাচ-২০২৩ এর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কালের খবর আগুন পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা। কালের খবর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান তারুণ্যের অহংকার আবিদ হাসান রুবেল। কালের খবর কক্সবাজারে সাইফুল বাহিনীর প্রধান গ্রেপ্তার। কালের খবর তাড়াশে ইরি বোরো ধান কাটা শুরু। কালের খবর কাজ করতে গিয়ে বাড়িতে ফিরলো শ্রমিকের লাশ!। কালের খবর
ডেমরা-রামপুরা সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ভোগান্তি চরমে। কালের খবর

ডেমরা-রামপুরা সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ভোগান্তি চরমে। কালের খবর

সরেজমিন দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫নং ওয়ার্ডে পড়েছে জলাবদ্ধতার স্থানটি। এখানে ড্রেনেজ ব্যবস্থাও ভেঙে পড়েছে দীর্ঘদিন ধরে। সড়কটির গুরুত্বপূর্ণ অংশে হাঁটু পর্যন্ত পানি জমে আছে। এখানে সড়কের মাঝে খোলা ড্রেনে তিনটি বাঁশ দিয়ে চিহ্ন রাখা হয়েছে দুর্ঘটনা এড়ানোর জন্য। সড়কটিতে খানাখন্দ ও গর্ত থাকায় যানবাহনগুলো হেলেদুলে চলতে দেখা গেছে। মোটরসাইকেল ও ছোট যানবাহনগুলো চলছে মারাত্মক ঝুঁকি নিয়ে। এখানে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে রিকশাসহ অন্যান্য যানবাহন।

ওই এলাকার অধিবাসী দেলোয়ার হোসেন বলেন, সড়কটিতে নজরদারি না থাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে যায়-যা ভোগান্তির অন্যতম কারণ। তাছাড়া এখানে গর্ত ও খানাখন্দ থাকায় যানবাহন ও মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

অছিম পরিবহণ নামে একটি বাসের চালক আলাউদ্দিন বলেন, ডেমরা-রামপুরা সড়কের ত্রিমোহনী এলাকায় সড়কে জলাবদ্ধতা থাকায় আমাদের সমস্যা হচ্ছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এখানে।

ডিএসসিসির ৭৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আকবর হোসেন বলেন, আমরা জলাবদ্ধতার বিষয়ে সড়ক বিভাগ ও সিটি করপোরেশনকে জানিয়েছি। সড়ক বিভাগ বলেছে দ্রুত ব্যবস্থা নেবে।

ঢাকা সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. এমদাদুল হক বলেন, সড়কের আউটলেট সংযুক্ত করা হয়েছিল সিটি করপোরেশনের ড্রেনের সঙ্গে। কিন্তু এলাকাবাসী অসাবধানতা ও অজ্ঞতাবশত তা বন্ধ করে দিয়েছে। তবে দ্রুত এ জলাবদ্ধতা দূর করার ব্যবস্থা নিয়েছে ঢাকা সড়ক বিভাগ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com