রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
আহমেদ সাজু ( সখীপুর) টাঙ্গাইল, কালের খবর :
টাঙ্গাইলের সখীপুরে অবৈধ গজারি কাঠসহ চার গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার সরকারি মুজিব কলেজ মোড় এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ ও বনবিভাগের কচুয়াবিট কর্মকর্তার যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইভ্যান ভর্তি গজারি কাঠ উদ্ধার করা হয়েছে। গত রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কলেজ মোড় এলাকার হাফিজ উদ্দিন ওরফে (হাইজ উদ্দিন(৫৫) কচুয়া গ্রামের লিয়াকত আলী(৫০) ভ্যানচালক রুবেল মিয়া(২৪) ইসরাফিল হোসেন( ১৯)। এবিষয়ে বনবিভাগের কচুয়া বিট কর্মকর্তা শাহ আহমেদ প্রতিবেদক জানান,চুরি করে গজারি কাঠ কেটে পাচার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।