রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
গতকাল সোমবার বেলা ১১ টায় অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সিকদার শাহীনুর আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর খুলনা জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া এলাকায় মেসার্স বাহার ব্রিকস্ ও আল্লার দান ব্রিকস্ এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ইটের পরিমাপ কম হওয়া এবং মূল্য তালিকা না টানানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘণ করায় প্রতিষ্ঠান দুটিকে ৪৫হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এ ছাড়া কয়েকটি পয়েন্টে টিসিবির ট্রাক সেল কার্যক্রম তদারকি করা হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন ৩য় এপিবিএন পুলিশ ও ক্যাব প্রতিনিধি দল। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।