বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্বে জামাল-মুকুট। কালের খবর তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকত। কালের খবর আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন। কালের খবর নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সালাম সভাপতি, ছনি সম্পাদক নির্বাচিত। কালের খবর সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর
হাবিপ্রবি সাংবাদিক সমিতির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। কালের খবর

হাবিপ্রবি সাংবাদিক সমিতির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। কালের খবর

হাবিপ্রবি সংবাদদাতা, কালের খবর :

সংবাদ, সততা সাহসিকতা এই মূলমন্ত্রকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)। চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে হাবিপ্রবির শিক্ষক ছাত্র কেন্দ্রের (টিএসসি) সম্মুখে বেলুন উড়িয়ে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি মো. মিরাজুল আল মিশকাত ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান। এসময় সংগঠনের কার্যনিবাহী কমিটির সদস্যদের পাশাপাশি সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন।

এদিকে দুপুর ২ টায় হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস কক্ষে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন সংগঠনটির সদস্যরা। পরে দুইটি বৃক্ষ রোপণ করার মাধ্যমে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখে সংগঠনটির সদস্যরা।

চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সংগঠনটির সভাপতি মো. মিরাজুল আল মিশকাত বলেন, ‘বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আমরা দিনের কর্মসূচি শুরু করি। আমরা এবারই প্রথম বৃহৎ পরিসরে এমন আয়োজন করেছি। হাবিপ্রবি সাংবাদিক সমিতির তাঁর জন্মলগ্ন থেকে নানা চড়াই-উতরাই পার করে আজ এতদূর এসেছে। এই দীর্ঘ পথচলায় যারা আমাদের পাশে ছিলেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন যৌক্তিক দাবিকে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে তুলে ধরে এক মাইলফলক সৃষ্টি করেছে সংগঠনটি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা-প্রাপ্তির গল্পগুলি গণমাধ্যমে তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে অনবদ্য ভূমিকা পালন করছে হাবিপ্রবি সাংবাদিক সমিতি। প্রথম কার্যনিবাহী কমিটি থেকে বর্তমান কমিটির যে সকল সদস্যসের শ্রম, মেধা ও মননশীলতার কারণে হাবিপ্রবি সাংবাদিক সমিতির দুর্বার গতিতে এগিয়ে চলছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংবাদ, সততা, সাহসিকতা এই মুলমন্ত্রকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে হাবিপ্রবিকে এগিয়ে নিতে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত ভাবে কাম্য।’

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, ‘বর্তমানে তৃতীয় কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করছে। সময়ের সাথে সঙ্গতি রেখে বর্তমানে হাবিপ্রবি সাংবাদিক সমিতি ভিডিও নিউজ প্রেজেন্টেশনের পাশাপাশি বহুমূখী উদ্যোগ গ্রহণ করেছে। যা ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য।’

সংগঠণের সদস্যদের উপস্থিতি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে অনেক বেশি প্রাণবন্ত করে তুলে।

উল্লখ্য, বৃহস্পতিবার বিকেল পাঁচটায় হাজী মোহাম্মদ দানেশের কবরস্থান জিয়ারত করার মাধ্যমে সংগঠনটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানটি শেষ হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com