রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন
মোঃ বাবুল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া), কালের খবর : নবীনগরে দূর্নীতি অনিয়ম ও চলমান ঘটনাবলীর সংবাদ সংগ্রহে সবার আগে মাঠে থাকার পূনরায় নিজেদের অবস্থান ধরে রাখার ঘোষণায় শেষ হলো নবীনগর থানা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা।
বৃহস্পতিবার নবীনগর উপজেলার নিবারণ মার্কেটের ৪র্থ তলায় অস্থায়ী কার্যালয়ে গুরুত্বপূর্ণ এই সভা অনুষ্ঠিত হয়।
নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি এম কে জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক মুক্ত খবর এর প্রতিনিধি নুর মোহাম্মদ জয় এর পরিচালনায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সহ সভাপতি ইংরেজি দৈনিক মুসলিম টাইমস এর স্টাফ রিপোর্টার মোঃ মাহফুজ মিয়া, সহ সভাপতি দৈনিক আমার কাগজ প্রতিনিধি মোঃ হেদায়েত উল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক অনলাইন বার্তা বাজার প্রতিনিধি আক্তারুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক গণজাগরণ প্রতিনিধি মোঃ মাছুম মির্জা, সাংগঠনিক সম্পাদক আমার বার্তা প্রতিনিধি আবুল হাসান জাহিদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক জবাবদিহি প্রতিনিধি মোঃ কাউছার আলম, অর্থ ও দপ্তর সম্পাদক দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক গণমানুষের আওয়াজ প্রতিনিধি মোঃ সোহেল মিয়া, কার্যকরী সদস্য দৈনিক দেশ পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার ও নবীনগর প্রাইম টিভির ব্যবস্থাপনা পরিচালক মোঃ বাবুল,
দৈনিক বর্তমান দিন প্রতিনিধি মোঃ জামাল পাশা, দৈনিক মানুষের কল্যাণে প্রতিদিন প্রতিনিধি মোঃ মনির হোসেন ও দৈনিক প্রভাতী খবর প্রতিনিধি মোঃ সাদ্দাম হোসেন।
বক্তারা আগামী দিনে প্রান্তিক পর্যায়ের অনিয়ম দূর্নীতি ও চলমান খবর সবার আগে মাঠে থেকে সংগ্রহ করে অতীতের মতো সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাওয়ার জন্য একমত পোষণ করা হয়।
পাশাপাশি নিজেদের ভুল ক্রটি থাকলে সংশোধন হয়ে কাজ করার জন্য সতর্ক হওয়ার পরামর্শ প্রদান করা হয়।