বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ অপরাহ্ন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি,কালের খবর : নওগাঁর পোরশায় সারাইগাছি বাজারে
কঠোর ভাবে পালিত হচ্ছে লগডাউন।ও মোবাইল কোর্ট।
সরকারী নির্দেশনায় সকল প্রকার গনপরিবহন বন্ধো থাকার নির্দেশনা থাকায় পোরশার সারাইগাছি মোড়ে বন্ধো সর্ব প্রকার যানবাহন চলাচল।
একাধীক সচেতন জনগন দাবি করেন, সকাল থেকে প্রায় থানা পুলিশের, কড়া নজরদারী করছে এবং সাথে লাইসেন্সবিহীন মোটরসাইকেল ধরছে ও কেস দিচ্ছিেন।
যাদের মুখে মাস্ক নাই তাদের তারা মাস্ক পরার নির্দেশ দিচ্ছেন। এ প্রর্যন্ত সরকার ঘোষিত লকডাউন ব্যাস্তবায়নে উপজেলা প্রশাসনের কোন কর্মকর্তা কর্মচারীকে কোন স্থানে দেখা যায় নাই।
শুধু থানা পুলিশের অভিযান ছিলো সকাল ৭ টা থেকে কিন্তু থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে না পারায় মানুষ তেমন আমলে নিচ্ছেনা থানা পুলিশকে।
এদিকে সকালের চিত্র ঢিলেঢালা থাকলেও বিকাল ৩ টার পরে সকল দোকনপাট বন্ধের নির্দেশনা থাকলেও নির্দেশনা উপক্ষা করে বাজার গুলিতে মুদি দোকান সহ সকল দোকান পাট খোলা দেখা গেছে।
এ বিষয়ে পুলিশের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, সকালে আমরা লকডাউন বাস্তবায়নের জন্য বের হয়ে ছিলাম কিন্তু মানুষ কথা শুনছেনা তার পরেও আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি।