এ সময় বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার ঈশ্বরদীর প্রধান সড়কে আয়োজিত এ পথসভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডল।
এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক এমপি পাঞ্জাব বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ইছাহাক মালিথা, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবদুস সালাম খান, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রশীদুল্লাহ, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুল ইসলাম হব্বুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু মণ্ডল, কৃষক নেতা মুরাদ মালিথা, শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক স্বপন কুমার কুণ্ডু প্রমুখ।