গতকাল দুপুরে ডেমরার ৭০নং ওয়ার্ডে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব প্রতিশ্রুতির কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭০নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান আতিক। উপস্থিত ছিলেন- যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ মুন্না, ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মাসুদ, ৬৯নং ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতারা।
কাজী মনিরুল ইসলাম মনু বলেন, আমি যদি এমপি হই তাহলে আমার ভাই, বোন, ছেলে, মেয়ের জামাই বা কোনো আত্মীয় কাউকেই ঢাকা-৫ এলাকার কোনো কাজে নাক গলাতে দেখবেন না। কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না।
তিনি বলেন, এ আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তাকে মানুষ দৌড় সালাউদ্দিন নামেই চিনে। সালাউদ্দিন সাহেবকে এই দৌড়ানি কে দিয়েছে? এই আসনের জনগণই দৌড়ানি দিয়েছে। এবার তাকে আবারও দৌড়ানি দিয়ে ঢাকা-৪ এলাকায় পাঠিয়ে দেয়া হবে।
অনুষ্ঠানে কাউন্সিলর আতিকুর রহমান আতিক বলেন, ৭০নং ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে নৌকার প্রার্থী মনু ভাইকে আশ্বস্ত করতে চাই, এখানে শতভাগ ভোট পেয়ে নৌকা জয়লাভ করবে।