রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
কালের খবর : নন-ক্যাডারে ‘সহকারী পরিচালক’ পদে ১০৮ প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) শেখ শাখাওয়াৎ হোসেনের স্বাক্ষরিত (পিএসসি) ফলাফল সোমবার প্রকাশিত হয়েছে।
পিএসসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১০৮ জন উত্তীর্ণ হয়েছেন। ফলাফল www. bpsc.gov.bd তে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ২১ থেকে ৩০ জানুয়ারির মধ্যে পিএসসিতে প্রয়োজণীয় কাগজপত্র অফিস চলাকালীন সময় জমা দিতে হবে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারলে প্রার্থী মৌখিক পরীক্ষায় অযোগ্য বলে বিবেচিত হবেন।