শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মুন্সিগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। ।
মাধবদীর পুরানচরে সংঘবদ্ধ হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ। কালের খবর

মাধবদীর পুরানচরে সংঘবদ্ধ হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ। কালের খবর

কালের খবর ডেস্ক :

মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামে ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকায় হামলা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় গোটা পুরানচর গ্রামের অনেক ঘর বাড়িতে হামলা করে কুপিয়ে ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি সাধন সহ লোটপাটের অভিযোগ করেছেন গ্রামবাসী।

পুরানচর গ্রামের স্থানীয় লোকজন জানান, মোবাইল চুরির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণচর, দড়িচর, পাচঁআনি সহ পুরানচরের চকের বাড়ির লোকজন আসর নামাজের আগে দাইয়ানের এর হুকুমে , স্বপন, বসু ডাকাত, অহেদ আলী প্রধান, সাফা, জজ মিয়া, মাহবুব গংদের নেতৃত্বে উক্ত গ্রামের লোকজন টেটা, বল্লম, দা ছুরি, চাপাতি, রামদা সহ আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের গ্রামের উপর হামলা করে।

ভয়ে আমরা জিবন বাঁচাতে পালিয়ে যাই। পরে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই তারা হুমকি দিয়ে চলে যায়। ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ভাংচুর সহ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। গরু ছাগল ও নিয়ে যায়। আমরা এখনো আতঙ্কে আছি তারা যে কোন সময় আবার আক্রমণ করতে পারে। অনেকেই আহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক বিধায় টাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, গত ২২ জুন সোমবার পুরানচর বাজারের আশাবউদ্দীনের মুদির দোকান থেকে একটি দামি মোবাইল চুরি হয়ে যায়। ঘন্টা খানেক পরেই মোবাইল চোর সেলিম ধরা পড়ে যায়। পরে তার স্বীকারোক্তিতে চোর হিসাবে দুলালের নামও আসে। মূলত সেই ঘটনার সূত্র ধরেই আজকে চোরের সমর্থক লোকজন হামলা করে।

পুরানচর গ্রামের স্থানীয় মেম্বার এমদাদ বলেন, আমাদের গ্রামে যে হামলা ও লুটপাট হয়েছে তা মেনে নেওয়ার মতো নয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখন অবস্থা ভালো তবে আতঙ্কে আছি। আমরা সরকার ও প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। প্রায় কয়েক কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি।

ঘটনাস্থলে উপস্থিত মাধবদী থানার ওসি (তদন্ত) তানভীর আহম্মেদ বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। আমাদের আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com