শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
মোঃমনিরুজ্জামান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি, কালের খবর:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩৮ পিস ইয়াবা টেবলেটসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আটক কৃত ঐ যুবকের নাম ফরহাদ হোসেন (৩০)। সে উপজেলার পাথরডুবী ইউনিয়নের পশ্চিম মইদাম গ্রামের মৃত তফছের আলীর পুত্র।
২৭ মে (বুধবার) বিকেল ৩ঘটিকায় বাগভান্ডার বিজিবি ক্যাম্পের হাবিলদার ওবায়দুর এর নেতৃত্বে বিজিবির টহল দল গোপন সংবাদের ভীত্তিতে অভিযান চালিয়ে ঝুকিয়া সুইসগেট এলাকা থেকে ৩৮ পিস ইয়াবা টেবলেট ও একটি এপাছি মোটর সাইকেল সহ ফরহাদকে আটক করে।
বাগভান্ডার বিজিবি ক্যাম্পের সুবেদার সাইদুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত যুবককে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করার প্রস্তুতি চলছিল।