শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
এম আর মাইনউদ্দীন, নরসিংদী, কালের খবর :
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকলেই যার যার অবস্থান থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাধবদী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু তাহের দেওয়ান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে করোনা মোকাবেলায় দিন রাত নিরলসভাবে বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাস্তবায়নে- জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেটসহ বিভিন্ন প্রকার প্রচারণা অব্যাহত রাখছেন।
মাধবদী থানা ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। শুধুমাত্র থানা পুলিশের পক্ষে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব নয়। তাই তিনি সাংবাদিকসহ সমাজের সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করেন। প্রতিদিন মাধবদী থানার বিভিন্ন হাট-বাজার, রাস্তা-ঘাটে পুলিশ সদস্য নিয়োজিত রেখে নিজে উপস্থিত থেকে মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন।
এছাড়া বর্তমান পরিস্থিতিতে তিনি মাধবদী থানার আইন-শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখতে সজাগ দৃষ্টি রাখছেন। মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু তাহের দেওয়ান এর বিভিন্ন সামাজিক, জনসচেতনতামূলক ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণকর কর্মকান্ডে মাধবদী বাসী অত্যন্ত সন্তুষ্ট। ওসি মোঃ আবু তাহের দেওয়ান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নরসিংদী জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার ) পিপিএম এর নির্দেশে মাধবদী থানা এলাকায় সার্বক্ষণিক তদারকি করে যাচ্ছি, অসহায় দুস্থ দের মাঝে ত্রাণ পৌছে দিচ্ছি, প্রতিটি এলাকায় জনসচেতনতামূলক মাইকিং করছি, সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশ দেওয়া হচ্ছে এবং তাদেরকে স্বাস্থ্যবিধি অনুযায়ী পরামর্শ দেয়া হয়েছে, ঘরে থাকুন সুস্থ থাকুন
নিরাপদে থাকুন।