শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:২২ অপরাহ্ন
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি, কালের খবর :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার খাঁনহাট বাজারে সামজিক দূরত্ব বজায় না রেখে ক্রয়-বিক্রয়ে মেতে উঠে ক্রেতা-বিক্রেতারা।
চন্দনাইশ উপজেলা ও থানা প্রশাসন যৌথভাবে করোনাভাইরাস প্রতিরোধে খাঁনহাট বাজার পূর্ববতী স্থান থেকে সরিয়ে গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে স্থানান্তর করা হয়।
প্রথমদিকে ক্রেতা-বিক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে চললেও ইদানিং সামাজিক দূরত্ব মানছে না। ফলে করোনাভাইরাসে সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল বুধবার (২৯ এপ্রিল) বিকেলে খাঁনহাট বাজারে গিয়ে দেখা যায় ক্রেতা-বিক্রেতার উপচেপড়া ভিড়। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় না রেখে কেনাকাটা করছে।
এভাবেই নিয়ম নীতির তোয়াক্কা না করা ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।