রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, কালের খবর :
পেছনে উত্তাল জলরাশি। জাহাজে একান্তে বসে আছেন সুস্মিতা সেন ও তার প্রেমিক রহমান শোল। কালো রঙের বিকিনিতে একেবারে মোহময়ী সুস্মিতা। কম যান না রোহমানও। প্রেমিকার সঙ্গে ম্যাচিং করে পরেছেন সাদা রঙের টি-শার্ট। চোখে সানগ্লাস। তাদের শরীরী ভাষাই ইঙ্গিত দিচ্ছে দু’জনের সম্পর্কের গভীরতা। এমন ঘনিষ্ঠ রূপেই দেখা দিয়েছেন সুস্মিতা সেন ও রহমান। ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই একান্ত মুহূর্তের ছবি। বোঝাই যাচ্ছে, অবসর সময়ে তারা উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। সুস্মিতা নিজেই তার অ্যাকাউন্টে ঘনিষ্ঠ ছবিগুলো শেয়ার দিয়েছেন। সেখানে আবার রহমান কমেন্ট করেছেন। তিনি লিখেছেন- ‘আশীর্বাদ’। অনেক দিন ধরেই রহমান শোলের সঙ্গে প্রেম চলছে সুস্মিতার। বয়সে রহমান সুষ্মিতার চেয়ে ১৫ বছরের ছোট। তবে সুস্মিতা নিজে কখনো তাদের সম্পর্কের বিষয়টি আড়াল করেননি। প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ভালোবাসাময় সময়ের স্মৃতিগুলো।