মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
নাটোর প্রতিনিধি, কালের খবর : নাটোরে বড়াইগ্রামে দিনে দুপুরে গুলি করে আমিন হোসেন নামের এক কলেজ ছাত্রকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বিকেল ৫ টার দিকে উপজেলার মুকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আমিন হোসেন মুকিমপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে। সে ধানাইদহ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস বলেন, ‘আমিন হোসেন বিকেলে ৫টার দিকে তার নিজের পালসার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কয়েন বাজারের দিকে যাচ্ছিল। এসময় তিনজন সন্ত্রাসী আমিনের পথরোধ করে তাকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আমিন হোসেনের মৃত্যু হয়। তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
ওসি বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধীদের ধরার চেষ্টা চলছে।’