শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
মোঃ সজীব মিয়া, (ঘাটাইল প্রতিনিধি), কালের খবর : টাঙ্গাইলের ঘাটাইলে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা মে) টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন, ঘাটাইল উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
মে দিবস উপলক্ষে আয়োজিত র্যালী কলেজ মোড় চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ মোড়ে এসে শেষ হয়। এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মঞ্চে বিভিন্ন সঙ্গীত শিল্পীরা শ্রমজীবী মানুষের পক্ষে নানা সঙ্গীত পরিবেশনা করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু।
শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে বক্তব্য রাখেন, ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান, সাবেক মেয়র মোঃ হাসান আলী মিয়া, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র-সংসদের সহ-সভাপতি (ভিপি) মোঃ আবু সাঈদ রুবেল, শ্রমিক নেতা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম রনি প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ নয়ন উদ্দিন নয়ন।
র্যালী ও আলোচনা সভায় ঘাটাইল উপজেলার সকল শ্রমিক সংগঠনের নেতা-কর্মী এবং সদস্যরা উপস্থিত ছিলেন।