শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
ওয়াসিম সোহাগ, কালের খবর :
পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে মঙ্গল শোভাযাত্রা ও রেলীর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার-এর নেতৃত্বে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে রেলীটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে এসে মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার, প্রশাসনেরর কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন, জাতী ধর্ম-বর্ন, নির্বিশেষে নববর্ষ বয়ে আনুক সকলের জন্য অনাবিল, সুখ, শান্তি ও সমৃদ্ধি। মঙ্গল শোভাযাত্রায় অন্যন্যদের মধ্যে উপস্হিত ছিলেন তাড়াইল থানার ওসি তদন্ত মিজানুর রহমান,তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খাঁন, ছড়াকার ছাদেকুর রহমান রতন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইদ্রিস উদ্দীন কাজল, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী সহ রাজনৈতিক, সাংবাদিক ও সুধী সমাজ উপস্হিত ছিলেন। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মনোজ্ঞ সাংক্সৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।