বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন
কালের খবর প্রতিবেদক :
আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ। আজ রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়।
মনোনয়নের চিঠি পেলেন যারা, তারা হলেন-ঢাকা-১৩ সাদেক খান, ঢাকা-১৪ আসলামুল হক, ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন, রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা, চাঁদপুর-৩ ডাক্তার দীপু মনি, বাগেরহাট-১ শেখ হেলাল, মাদারীপুর-২ শাজাহান খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আনিসুল হক, নড়াইল-২ মাশরাফি বিন মুর্তজা, গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম, পিরোজপুর-১ আসনে শ ম রেজাউল করিম, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, নোয়াখালী-৫ ওবায়দুল কাদের, গাজীপুর-৩ ইকবাল হোসেন সবুজ ময়মনসিংহ-১০ ফাহমি গোলন্দাজ বাবেল, ঢাকা-১১ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, টাঙ্গাইল-১ ড. আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ-১ মোহাম্মদ নাসিম, মাদারীপুর-৩ ড. আবদুস সোবহান গোলাপ, কুমিল্লা-১১ মুজিবুল হক মাগুরা-১ সাইফুজ্জামান শিখর, মুন্সীগঞ্জ-৩ মৃণাল কান্তি দাস, দিনাজপুর এক মনোরঞ্জন শীল, ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন এবং কুষ্টিয়া-৩ আসনে মাহবুব-উল আলম হানিফ।
আওয়ামী লীগ নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।
।