বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন
কালের খবর ডেস্ক :
যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ। একবার নয়, একাধিকবার ধর্ষণের অভিযোগ এক যুবতীর।
দিল্লির অমর কলোনী এলাকার ঘটনা। ২৪ বছর বয়সী যুবতী এয়ার হোস্ট্রেস হওয়ার কোর্স করেছে। যুবতীর অভিযোগের ভিত্তিতে অমর কলোনী থানার পুলিশ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
যুবতীর অভিযোগ সে দু’বছর ধরে তার সঙ্গেই থাকত। প্রথমে যে যুবতীকে মাদক খাইয়ে তাকে ধর্ষণ করে। যুবতীর জ্ঞান ফিরলে সে যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। এরই মাঝে বেশ কয়েকবার সে যুবতীকে মারধরও করে বলে অভিযোগ।
অভিযোগের ভিত্তিতে যুবকের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ।
অভিযুক্ত যুবক আপাতত পলাতক। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।