রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
গোপালগঞ্জ থেকে নাইমুল ইসলাম নাইম, কালের খবর : গোপালগঞ্জের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মা-বাবাদের পা-ধোয়া কর্মসূচি পালিত হায়েছে। ‘গুরুজনে কর নতি’-এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচিতে জেলার ১১০০ প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় দুই লাখ শিক্ষার্থী অংশ নেয়।
রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় একযোগে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসব আলোচনাসভায় শহরের যুগশিখা স্কুলে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার , বিণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিরুনাহার ইউসুফ, বিণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোসাম্মদ শাম্মী আক্তার, এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও প্রথামিক বিদ্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শান্তিমণি চাকমা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা শহরের গোপালগঞ্জ আইডিয়াল একাডেমি, সোনালী স্বপ্ন একাডেমিসহ জেলা ও উপজেলা ও গ্রামের বিদ্যালয় গুলোতে এই কর্মসূচি পালিত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা।
এ কর্মসূচি জেলাব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে দাবি করে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, জেলার প্রায় দুই লাখ শিক্ষার্থী বাবা-মায়ের পা ধোয়া অনুষ্ঠানে যোগ দেয়। শিশুদের মৌখিক উপদেশে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। এ জন্য মাতা-পিতা, শিক্ষক ও গুরুজনের প্রতি সম্মান প্রদর্শনের এটি ব্যবহারিক কার্যক্রমের আয়োজন করা। এতে প্রতিটি কোমলমতি শিক্ষার্থীর মনে পিতা-মাতা, শিক্ষক ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের মানসিকতা গড়ে উঠবে।
গত বছর থেকে গোপালগঞ্জ জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ অনুষ্ঠান শুরু করা হয়।