রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, কালের খবর : জুরাইন রেল গেট থেকে ৩০০ গজ দূরত্বে র্ফানিচার মার্কেটের সামনে চলছে জমজমাট জুয়া বানিজ্য । জুয়ারী সোহেল সহ এখানে একাধিক জুয়ারীরা সেন্ডিকেট করে এই জুয়া বানিজ্য চালাচ্ছে এ বিষয়ে মাদক ব্যাবসায়ী ও জুয়ারী সোহেল জানান, আমরা এই বানিজ্য চালাচ্ছি এটা সবাই জানে সাংবাদিক, পুলিশ, মানবঅধিকার কর্মী ও স্থানীয় পাতিনেতা সহ সবাইকে যে যত বড় তাকে ঐ পরিমান টাকা চাদা দি ।সরেজমিনে গিয়ে দেখা যায়, কদমতলী থানার ওসি (তদন্ত) আনুমানিক বিকাল ৪.৩০ মিনিটের সময় গাড়ি নিয়ে হাজির হন এবং জুয়াবোর্ডের জুয়ারীরা তাকে ম্যানেজ করে পাঠিয়ে দেন। পরবর্তীতে আবার শুরু হয় রমরমা জুয়া বানিজ্য ।
এ বিষয়ে জুয়ারী সোহেল আহংকার করে বলেন, পুলিশ এখানে আসছে আবার চলে গেছে । এ বিষয়ে ওসি তদন্তের মোবাইলে বারবার ফোন করেও ফোনে পাওয়া যায়নি।