সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন
কালের খবরর ডেস্ক :
মক্কার গ্র্যান্ড মসজিদের (মসজিদুল হারাম) ইমাম ও খতিব শাইখ সালেহ আত তালিবকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন। সম্প্রতি তাঁর নামে একটি বক্তব্য প্রচারিত হয় যা পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এই পরিপ্রেক্ষিতে মক্কার ইমামকে গ্রেপ্তার করা হয়েছে।
শাইখ সালেহ আত তালিবের গ্রেপ্তারের পর সৌদি সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় শুরু হয়েছে। যে বক্তব্যের কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে সেটি তাঁর দেয়া বক্তব্য কি-না তা নিয়ে বিতর্ক রয়েছে।
যা ছিল তাঁর বক্তব্যে-
‘তোমরা আল্লাহর নাফরমান এবং যারা এই সমাজের মধ্যে অশ্লীলতা ও বেহায়াপনাকে চালু করছে তাদেরকে বয়কট করো। এ কথা আমাদের পূর্বসূরী বড় বড় উলামায়ে কেরামগণ বলে গেছেন।
ওই সমস্ত মানুষদের অনুষ্ঠানকে বর্জন করো যাদের কর্মপদ্ধতি সন্দেহযুক্ত এবং যারা নারীদেরকে রাস্তায় বের করে এবং ড্রাইভিং লাইসেন্সের অনুমতি দেয়। তাদেরকে বয়কট করো৷’
‘যারা নেশাযুক্ত পানীয়কে বৈধতা দান করে তাদেরকে বয়কট করো। গান-বাজনা এবং কমেডি, কৌতুক ও সিনেমার অনুষ্ঠানকে বয়কট করো। ‘
সূত্র: মিডল ইস্ট মনিটর, খালিজ টাইমস