সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন
সাগর-রুনির মেঘও চায়
নিরাপদ সড়ক,ন্যায় বিচার :
ফেইস বুক পাতা, কালের খবর : দেয়ালে পিঠ ঠেকে গেল বিদ্রোহ করা ছাড়া মানুষের উপায় থাকে না। আর ১৮ বছর বয়সের নিচে শিশুবিদ্রোহ? তা তো স্বচক্ষেই দেখতে পাচ্ছেন! তাই তো তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে-
‘বিবেক তবে কবে ফিরবে?’, ‘বিচার শুধু মুখে শুনেছি এখন বাস্তবে দেখতে চাই’, ‘উই ডোন্ট ওয়ান্ট ডিজিটাল বাংলাদেশ উই ওয়ান্ট সেফ বাংলাদেশ’, ‘ফোরজি স্পিড নেটওয়ার্ক নয় ফোরজি স্পিড বিচার ব্যবস্থা চাই’, ‘পুলিশ আঙ্কেল আপনার চা সিগারেটের টাকা আমি আমার টিফিনের টাকা দিয়ে দিচ্ছি তাও আপনি এসব গাড়ি চালাতে দিয়েন না’, ‘জীবন নিয়ে খেলা বন্ধ চাই, রাজপথে নিরাপত্তা চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’!