বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, কালের খবর : নিবন্ধন বঞ্চিত দল গুলির সমন্বয়ে গঠিত ‘‘অনিবন্ধিত রাজনৈতিক ফোরাম’’ কর্তৃক সরকার ও নির্বাচন কমিশনের নিকট ৫ দফা দাবী-দাওয়া পেশ করেছে। শনিবার সকাল ১০ ঘটিকায় শিশুকল্যাণ পরিষদের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে ফোরামের আহ্বায়ক ও ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি) এর চেয়ারম্যান অধ্যাপক কাজী ছাবের আহাম্মদ (ছাব্বীর) সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ফোরামের সদস্য সচিব ও বাংলাদেশ দেশপ্রেমিক পার্টির চেয়ারম্যান অধ্যক্ষ ডা: গোলাম মোর্শেদ হাওলাদার।
দাবী দাওয়া সমূহ হল (১) ১৯৭২ আইনে, এস,আরও নং-২৫১- আইন-২০০৮। তারিখ ঃ ২৬ আগষ্ট ২০০৮, ১১ ভাদ্র-১৪১৫ দ্বারা রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮। সংযোজিত ৯০ বি ধারা সংস্কার করে শুধুমাত্র কেন্দ্রীয় নির্বাহী কমিটি, কেন্দ্রীয় কার্যালয় এবং গঠনতন্ত্রের ভিত্তিতে রাজনৈতিক দল নিবন্ধনের বিধান প্রণয়ন। (২) সংসদ নির্বাচনে প্রার্থীতা দাখিলে মনোনয়ন ফি কমিয়ে ১৫,০০০ (পনের হাজার) টাকা পূণঃনির্ধারণ করা। (৩) নিবন্ধন প্রক্রিয়া সারাবছর চালু রাখার বিধান প্রনয়ণ। (৪) স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এস, আরও নং-৩৯-আইন/২০১১ তারিখ ২৪ ফেব্রুয়ারী ২০১১, ১২ ফাল্গুন-১৪১৭ বঙ্গাব্দ দ্বারা জারীকৃত প্রজ্ঞাপন। স্বতন্ত্র প্রার্থী বিধিমালা, ২০১১ সংস্কার করতঃ ২ জন প্রস্তাবকারী, ৪ জন সমর্থনকারী দ¦ারা স্বতন্ত্র প্রার্থীর যোগ্যতা লাভের বিধান পূণঃপ্রনয়নসহ। (৫) মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবানের লক্ষে আদালত কর্তৃক স্বীকৃত যুদ্ধাপরাধীদের সন্তানদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে বিধান করার জন্য অনিবন্ধিত রাজনৈতিক ফোরামের পক্ষ থেকে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ফোরামভূক্ত দল সমূহের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ কৃষক পার্টির চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আলমামুন (দিপু মীর), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এড.জাহাঙ্গির হোসেন, কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান খাঁন মোহাম্মদ মজলিস, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, এনসিবির সিনিঃ ভাইস চেয়ারম্যান কাজী মোঃ ইউসুফ আলী চৌধুরী, মহাসচিব ওমর ফারুক জালাল ও প্রেসিডিয়াম সদস্য মাহফুজা আক্তার বীনা, বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারন সম্পাদক সাজন মিশ্র, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব কাজী আমানুল্লাহ মাহফুজ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য -এম আই ফারুক আহমেদ,
স্বচেতন হিন্দু পার্টির প্রধান সমন্বয়ক দেব দুলাল সাহা, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব প্রকৌশলী হাফিজুর রহমান, বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম মাষ্টার, মজদুর পার্টির সাধারন সম্পাদক ডা. সামসুল আলম, উন্নয়ন সংগঠনের সভাপতি মাহবুব খোকন, বাংলাদেশ হিন্দু পরিষদের প্রধান সমন্বয়ক সুবীর কান্তি সাহা প্রমূখ।