শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম সিএমপি, ইপিজেড থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে চোরাই মটর সাইকেল উদ্ধারসহ গ্রেফতার-০৫। কালের খবর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান হলেন ইয়াতসিংহ শুভ। কালের খবর থানায় আটক করে নারীকে নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কালের খবর ঠাকুরগাঁও রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন। কালের খবর সখীপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার। কালের খবর নদী দখলের মহোৎসব : কমিশনের অভিযোগ আমলে নিতে হবে। কালের খবর মহানবী হযরত মুহাম্মদ(সা:) এর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে র‌্যালি। কালের খবর কুষ্টিয়ায় সরকার নির্ধারিত দামে মিলছে না পণ্য, বেশি দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। কালের খবর সিরাজগঞ্জ-৩ আসনে শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা নিয়ে মানুষের দ্বারে দ্বরে বীর মুক্তিযোদ্ধা ডাঃ হোসেন মুনসুরর। কালের খবর সিদ্ধিরগঞ্জে মিজমিজি পূর্বপাড়া আল মদিনা জামে মসজিদ কমিটি উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা। কালের খবর
পা-চালিত মেশিন চালিয়ে সংসারে বাড়তি আয়ের যোগান দিচ্ছেন গৃহবধু নুরিনা । কালের খবর

পা-চালিত মেশিন চালিয়ে সংসারে বাড়তি আয়ের যোগান দিচ্ছেন গৃহবধু নুরিনা । কালের খবর

গাইবান্ধা প্রতিনিধি, কালের খবর : সংসারে বাড়তি আয়ের যোগান দিতে একটি পা-চালিত মেশিন চালিয়ে সংসারে বাড়তি আয়ের যোগান দিচ্ছেন নুরিনা বেগম (২২)। বিয়ের এক বছর পর থেকে তিনি নিজ বাড়ীতে কাপড় সেলাই করে বাড়তি টাকা উপার্জন করছেন। সেলাই মেশিন চালিয়ে এগিয়ে যাচ্ছেন গৃহবধু নুরিনা

এ ছাড়া গ্রামে বাল্য বিয়ে বন্ধসহ বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করাসহ মানুষের উপকারে কাজ করছেন তিনি। এ জন্য গ্রামের সবার কাছেই অতি প্রিয় হয়ে উঠেছেন আর এভাবেই এগিয়ে যাচ্ছেন গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের এক অজোপাড়া গাঁ শ্যামপুর গ্রামের অষ্টম শ্রেণী পাস গৃহবধু নুরিনা বেগম।

পারিবারিক সুত্রে জানা যায়, ২০১৪ইং সালের মার্চ মাসে শ্যামপুর গ্রামের ফরহাদ সরকারের সাথে পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের নুরিনা বেগমের বিয়ে হয়। ফরহাদ সরকার পেশায় একজন অটোরিকসা চালক। আর শ্বাশুড়ী মমতা বেগম গৃহিনী। ২০১৫ইং সালে একটি বেসরকারি সংস্থা থেকে সেলাই মেশিন কেনেন তিনি। পরবর্তীতে সেই সেলাই মেশিন চালিয়ে টাকা পরিশোধ করেছেন নুরিনা। নুরিনা এক ভাই দুই বোনের মধ্যে সবার ছোট। বাবা কৃষি কাজ করেন। আর মা গৃহিনী।

গাইবান্ধা জেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরে শ্যামপুর গ্রামে নুরিনা বেগমের বাড়ীতে গিয়ে দেখা যায়, নুরিনা নিজ ঘরে পা-চালিত সেলাই মেশিনে জামা সেলাই করছেন আর মমতা বেগম বাড়ির আঙ্গিনায় গৃহস্থালির কাজ করছেন।

নুরিনা বেগমের শ্বাশুড়ী মমতা বেগম বলেন, নুরিনা আমার মেয়েরই মতো। সংসারের যে কোন কাজ আমরা দুইজনে পরামর্শ করে করি। আমাদের যদি আরও সেলাই মেশিন থাকতো তাহলে গ্রামের অন্য আরো কয়েকজনকে শেখানো যেত। তাদেরও অনেক উপকার হতো।

নুরিনা বেগম বলেন, আমরা উদ্যোগ নিয়ে স্থানীয় একটি সংগঠনের মাধ্যমে ইউপি সদস্যের সহযোগিতায় তিনটি বাল্য বিবাহ বন্ধ করেছি। এলাকার মানুষকে সচেতন করছি, এখন আর এই গ্রামে বাল্য বিবাহ হয়না। একজন বিধবা মহিলাকেও সম্প্রতি একটি বিধবা ভাতার কার্ড করে দিয়েছি। আর এসব সম্ভব হয়েছে এসকেএস ফাউন্ডেশনের ইমেজ প্রকল্পের মাধ্যমে। আমি বাবার বাড়ি থাকতেই কাপড় সেলাইয়ের কাজ শিখেছি। এখান থেকে প্রতিমাসে বাড়তি এক থেকে দেড় হাজার টাকা পাই। যখন আমার স্বামী গাড়ী চালাতে যেতে পারে না। তখন এই টাকা আমার সংসারের অনেক কাজে লাগে।

তিনি আরও বলেন, আমি যদি কোন সহযোগিতা পেতাম তাহলে কয়েকটি সেলাই মেশিন দিয়ে আরও কয়েকজন গরীব মহিলাকে কাপড় সেলাইয়ের কাজ শেখাতাম। এতে করে তাদেরও সংসারে বাড়তি আয়ের ব্যবস্থা হতো। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে সেটা করতে পারছি না। সামনে আমার ইচ্ছে আছে আরও কয়েকটি সেলাই মেশিনের ব্যবস্থা করে কয়েকজন গরীব ও অসচ্ছল মহিলাকে কাপড় সেলাই শেখাবো। যাতে তারা নিজেরাই কাজ শিখে একটি সেলাই মেশিন কিনে সংসারে বাড়তি আয়ের ব্যবস্থা করতে পারে।

      দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com