সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর
রাজধানী ঢাকা : জলাবদ্ধতা, ময়লা-আবর্জনা, যানজট ও দুর্ঘটনায় অতিষ্ঠ নাগরিক জীবন

রাজধানী ঢাকা : জলাবদ্ধতা, ময়লা-আবর্জনা, যানজট ও দুর্ঘটনায় অতিষ্ঠ নাগরিক জীবন

এম আই ফারুক আহমেদ,  কালের খবর  : রাজধানী ঢাকাকে নিয়ে দিন দিন বাড়ছে সাধারণ মানুষের হতাশা। সেই সাথে আতঙ্ক জলাবদ্ধতা, ময়লা-আবর্জনা আর যানজট ও দুর্ঘটনায় অতিষ্ঠ নাগরিক জীবন। কাজের তাগিদে রাজধানীতে মাথা গোজার ঠাঁই খোঁজে ফেরা মানুষ বলছে ঢাকায় থাকা হচ্ছে অনেকটা বাধ্য হয়ে। এতো মানুষের ভীড়ে রাজধানীর সমস্যাগুলো সমাধানের সম্ভাবনাও খুবই কম।

বিশ্লেষকরা বলছেন, রাজধানী কেন্দ্রীক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার সময় হয়েছে। তা না হলে ভয়াবহ অবস্থায় পড়তে হবে তিলোকত্তমা নগরিকে।

রাজধানীতে আনাগোনা প্রতিদিন প্রায় ২ কোটি মানুষের। যাদের বেশির ভাগই কাজের তাগিদে মাথা গোজার ঠাঁই মিলেছে রাজধানীর ঢাকায়। এতো মানুষের বসবাস তার সাথে নানা সমস্যা আর যানজট লেগেই থাকে যার কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বর্তমানে এ সমস্যাগুলো যেন নিয়মিত ব্যাপার। রাস্তায় বের হলেই দেখা যায় ক্লান্ত পরিশ্রান্ত মানুষ।

নগরীতে বসবাস করা সাধারণ মানুষ বলছে, বর্তমানে রাজধানীর যে পরিবেশ তাতে করে যাতায়াত সহ ট্রাফিক, সড়ক দুর্ঘটনা ও নানা রকমের সমস্যায় দিশেহারা নগর জীবন।

ট্রাফিক নিয়ম নীতি সমস্যার সাথে সাথে বর্ষায় জলাবদ্ধতা, মশার উপদ্রয, দুর্ঘটনায় মৃত্যু এসব বিষয় নিয়ে প্রায় সময়ই পত্রিকায় প্রকাশ পায় রাজধানীর ঢাকা। তার পরেও বসবাসের অযোগ্য নগরীর তালিকার শুরুতেই থাকে ঢাকার নাম। তারপরেও নানা সমস্যার মোকাবেলা করে জীবন উপভোগের চেষ্টা করে মানুষ।

রাজধানী জুড়ে সারা বছরই লেগে থাকে উন্নয়নের কর্মকা- কিন্তু সমস্যাগুলোর সমাধান কবে নাগরিক মনে এসব প্রশ্ন আসে ঘুরেফিরে।

দিন দিন এই নগরিতে যে হারে জনসংখ্যা বাড়ছে। তার চেয়ে পাল্লা দিয়ে বাড়ছে নাগরিক সমস্যা। তাই বিকল্প নগরী গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের।

জ্যেষ্ঠ নাগরিক অধ্যাপক জিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, রাজধানীর এখানে ক্ষমতা, শিক্ষা, চাকরি, চিকিৎসা সব কিছু এই ঢাকা শহরে চলে এসেছে। কিন্তু ঢাকার বাইরে নাগরিক জীবনে সেই সুযোগগুলো নেই। ফলে এই ক্ষমতা বিকেন্দ্রিক না ঘটলে এই নগরীতে মানুষ আসবেই। আবার তার সাথে কর্ম সংস্থান রাজধানীর বাইরে তৈরী করতে হবে।

ঢাকা শহরের এই নগরীতে কোটি মানুষের বসবাস। শ্রমজীবী থেকে শুরু করে কর্মজীবীসহ সবার কাছে এই শহরটি প্রাণের শহর। কিন্তু শব্দ দূষণ, যানজট আর দুর্ঘটনাসহ নানা করনে এই শহরটি হয়ে উঠছে মানুষের কাছে অপ্রিয়।

..….দৈনিক কালের খবর  

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com