বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন
কালের খবর রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বেলপুকুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যািব-৫।রবিবার (২২ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়েছে।
সোমবার (২৩ এপ্রিল) সকালে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে তাদের র্যারব-৫ এর সদর দফতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যা্ব-৫ এর এ কর্মকর্তা।