রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর
আওয়ামী লীগে কোন্দল বিএনপিতে একাধিক প্রার্থী

আওয়ামী লীগে কোন্দল বিএনপিতে একাধিক প্রার্থী

 

 

দিনাজপুর প্রতিনিধি, কালের খবর :

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে আওয়ামী লীগে কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে। বর্তমান সংসদ সদস্য ছাড়াও আরো ৫ জন মনোনয়ন প্রত্যাশী মাঠে নেমেছেন। এ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল। আওয়ামী লীগের একপক্ষ এমপি’র বিরোধিতা করছেন। আবার কেউ কেউ বলেছেন মনোরঞ্জন শীল গোপালের বিকল্প নেই। অন্যদিকে বিএনপিরও একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তবে জামায়াতের একজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
জাতীয় সংসদের এ আসনটিতে ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াত নেতা আব্দুল্লাহ আল কাফী। মেয়াদকাল শেষ হওয়ার আগেই তিনি মারা যান। ওই সময় উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মনোরঞ্জন শীল গোপাল। এক সময় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর নেতা পরে যোগ দেন আওয়ামী লীগে। ২০০৮ সালে দলটির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচনে তিনি আবারো সংসদ সদস্য হন।
একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ছাড়াও রয়েছেন, সাবেক সংসদ সদস্য ও বর্তমান বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকারিয়া জাকা, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শিবলী সাদিক ও আবু হুসাইন বিপু।
অন্যদিকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুল ইসলাম মঞ্জু, বিএনপি নেতা অধ্যক্ষ রফিকুল ইসলাম, কাহারোল উপজেলা চেয়ারম্যান মামুন উর রশীদ মামুন ও কাহারোল উপজেলা বিএনপি নেতা মো. মেহেদী হাসান সুমন। তবে জামায়াত একমাত্র সম্ভাব্য প্রার্থী বীরগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা মোহাম্মদ হানিফ।
সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের বিরোধী আওয়ামী লীগের নেতা-কর্মীদের বক্তব্য। দলীয় নেতা-কর্মীর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। দিন দিন তার সঙ্গে বিরোধ বাড়ছে। অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ছাড়াও স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন বলে মনোরঞ্জন শীল গোপালের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা। সে কারণে আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়া নিয়ে তাকে বড়ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।
এক সময় এ আসনটি পরিচিত ছিল জামায়াতের দুর্গ হিসেবে। জামায়াত নেতা মোহাম্মদ হানিফ বিএনপি জোটের প্রার্থী হয়ে নির্বাচন করতে পারেন এমন কথাও শোনা যাচ্ছে।
উপজেলা এ আসনে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ নয়, বিভক্ত। তৈরি হয়েছে একাধিক গ্রুপ। বর্তমান এমপি গোপালের একটি গ্রুপ থাকলেও আরেক গ্রুপের নেতৃত্বে দিচ্ছেন, বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। আরেক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা। ছাড়াও কাহারোল উপজেলায় সাবেক এমপি আব্দুল মালেকের নেতৃত্বে রয়েছে আরেকটি গ্রুপ।
তবে মনোরঞ্জন শীল গোপালের অনুসারীরা জানান, ‘এমপি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ এলাকার জন্য ব্যাপক উন্নয়ন করেছেন। তার কোনো বিকল্প তৈরি হয়নি। প্রতিটি লোকের সঙ্গে তার সুসম্পর্ক আছে। বিপদে-আপদে পাশে থাকেন তিনি।’
মনোনয়ন পেতে মাঠে নেমেছেন বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি আমিনুল ইসলাম। ইতিমধ্যে দলীয় লোকজনকে নিয়ে মাঠে কাজ শুরু করেছেন তিনি।
অপরদিকে মনোরঞ্জন শীল গোপালের নানা দুর্বলতার কারণে এক সময় ছাত্রলীগ করা বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা আলাদা একটি অবস্থান তৈরি করেছেন। সাধারণ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি দলীয় কর্মকাণ্ডসহ বিভিন্ন কাজে সম্পৃক্ত রয়েছেন। নির্বাচনে তিনি মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে তিনি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ দু’জন প্রতিনিয়ত সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের বিরুদ্ধে বলছেন। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন তারা।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘আমার বিরুদ্ধে কেউ কোনো অনিয়মের অভিযোগের তথ্য-প্রমাণ দিতে পারবে না। আর নেতাকর্মীদের মনোমালিন্য যা রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে মিটে যাবে। যারা বলেছে, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করি না, এটা ঠিক নয়। সবার সঙ্গে সমান আচরণ করা হয়।’
এদিকে বিএনপি-জামায়াত জোটের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বীরগঞ্জ পৌরসভার মেয়র জামায়াত নেতা মাওলানা মোহাম্মদ হানিফ। তিনি শক্তিশালী প্রার্থী। ইতিমধ্যে তিনি দলীয় লোকজনকে নিয়ে মাঠে কাজ শুরু করেছেন। যদিও জামায়াত থেকে এককভাবে তিনি প্রার্থী হতে পারবেন কি-না এ নিয়ে সন্দেহ পোষণ করেছেন। এরই মধ্যে এলাকা ছাড়া হওয়া নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা চালাচ্ছেন। তিনি বিএনপি-জামায়াত জোটের প্রার্থী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।
অন্যদিকে বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুল ইসলাম মনজু আওয়ামী লীগের জন্য বড় ফ্যাক্টর। বীরগঞ্জ-কাহারোলে তার শক্তিশালী অবস্থান রয়েছে। আগামী নির্বাচন ঘিরে তৃণমূলের জনসমর্থন নিয়ে তিনি এলাকায় সরকারবিরোধী বিভিন্ন প্রচার চালাচ্ছেন। সাধারণ মানুষকে সহযোগিতার ব্যাপারে তিনি সব সময় অগ্রণী ভূমিকাও পালন করেন। পেশায় ব্যবসায়ী এ বিএনপি নেতা মনজুল ইসলাম মনজু বলেন, ‘সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আমি একজন। আমি ছাড়া বীরগঞ্জ-কাহারোলে বিএনপির অন্য কোনো প্রার্থী নেই। যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি।’
এদিকে তরুণ প্রজন্মের নেতা হিসেবে শক্ত অবস্থান তৈরি করেছেন মো. মেহেদী হাসান সুমন। আন্দোলন-সংগ্রামের পাশাপাশি দলীয় সব কর্মসূচি পালন করছেন। তিনি বলেন, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমি কাজ করে যাচ্ছি। আশা করি যোগ্যতা ও কাজের মূল্যায়ন করে দল আমাকে মনোনয়ন দেবে।
জাতীয় পার্টির এই আসনে মনোনয়ন প্রত্যাশী বীরগঞ্জ উপজেলা জাপার সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম। তিনি দলের মনোনয়ন পেতে লবিং করে যাচ্ছেন।

দৈনিক কালের খবর -/১২/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com