বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কটিয়াদীর করগাঁও ইউনিয়নে এম পি নূর মোহাম্মদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালের খবর তিতাসের আ.লীগ নেতার মুক্তির দাবিতে মুক্তিযুদ্ধাদের মানববন্ধন। কালের খবর কিশোরগঞ্জের দানাপাটুলী ইউনিয়নে জন অংশগ্রহণ মূলক বাজেট সভা অনুষ্ঠিত। কালের খবর সোনামসজিদ সীমান্তে বিদেশী পিস্তল-গুলিসহ যুবক আটক। কালের খবর বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম মহানগর কমিটি গঠন সভা অনুষ্ঠিত। কালের খবর সুন্দরগঞ্জে মীরগঞ্জ শাখার জনতা ব্যাংক অন্যত্র সরিয়ে নেওয়ার অপচেষ্টার প্রতিবাদে দোকান মালিক,গ্রাহকদের মানববন্ধন। কালের খবর মিশনে যাওয়া হলনা সেনা সদস্য সাইফুর রহমানের। কালের খবর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি,কিশোরগঞ্জে সেই বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা। কালের খবর ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা তাড়াশে পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী আবদুস সালাম বি.এস.সি। কালের খবর
টেলি কনফারেন্সে বক্তব্য দেন তারেক রহমান !! মৌলভীবাজারে এক মঞ্চে বিএনপি নেতারা

টেলি কনফারেন্সে বক্তব্য দেন তারেক রহমান !! মৌলভীবাজারে এক মঞ্চে বিএনপি নেতারা

 


মৌলভীবাজার প্রতিনিধি, কালের খবর  : 

বিভক্ত মৌলভীবাজার জেলা বিএনপি ঐক্যবদ্ধ হলো। দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে একই মঞ্চে বসে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তারা। গতকাল মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধি সমাবেশে জেলা কমিটির ঘোষিত হওয়ার পর এই প্রথম একই মঞ্চে বসেন নেতারা। প্রতিনিধি সমাবেশে উপস্থিত নেতাদের উদ্দেশে লন্ডন থেকে টেলিকনফারেন্সে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান। মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম. নাসের রহমানের সভাপতিত্বে প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সাখাওয়াত হাসান জীবন। মিথ্যা মামলা প্রত্যাহার, অন্যায় দণ্ড বাতিল, অবিলম্বে দেশমাতার মুক্তি ও নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এই প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আমানউল্লাহ আমান বলেন, দেশে এখন ক্রান্তিকাল চলছে। খুন, গুম, ধর্ষণ, মিথ্যা মামলা, হামলা, রাহাজানি, ব্যাংক ডাকাতি, উন্নয়নের নামে লুটপাট, প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রথায় শিক্ষা ব্যবস্থা ধ্বংস, আদালত ও বিচার বিভাগ দখল, গণতন্ত্র ও মানুষের বাক-স্বাধীনতাও হরণ করেছে এই সরকার। অতীতের সব জুলুমবাজ ও জালিম সরকারের কর্মকাণ্ড হার মেনেছে এই সরকারের আমলে। দেশের কোথাও আজ বিএনপি জনসভা করতে পারে না। পুলিশি বাধায় নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করতে পারেন না। শত শত মিথ্যা মামলায় নাজেহাল নেতাকর্মীরা। তিনি বলেন, কারাগার থেকে অসুস্থ বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য পিজিতে নেয়া হলে সেখানে তাকে নানাভাবে কষ্ট দেয়া হয়েছে। অযথা দুর্ভোগে ফেলা হয়েছে। আমান বলেন, সরকার পরিকল্পিতভাবে আবারো সাজানো নির্বাচনের পাঁয়তারা করছে। কিন্তু বেগম খালেদা জিয়াকে জেলে রেখে তাদের এই নির্বাচনের স্বপ্ন পূরণ হবে না। আজ সারাদেশ একটি কারাগারে পরিণত হয়েছে। গণতন্ত্র অবরুদ্ধ। মানবাধিকার ভূ-লুণ্ঠিত। তিনি উপস্থিত নেতাদের উদ্দেশে বলেন, সংগ্রাম-আন্দোলন ছাড়া কোনো দিনও কোনো স্বৈরশাসকের পতন ঘটনো সম্ভব হয়নি। তাই ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার জালিম সরকার শেখ হাসিনার পতন ঘটানোর আহ্বান জানান। এসময় তিনি ঐক্যবদ্ধ আন্দোলনে সবাই সক্রিয়ভাবে মাঠে থাকবেন কি না, এমন মতামত জানতে চাইলে সমঃস্বরে হাত উঁচিয়ে নেতারা তাদের প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উজ্জীবিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ফাইনাল ধাক্কা আসছে। সেই ধাক্কায় আপনারা সক্রিয় থাকবেন। জেলা বিএনপির সহ-সভাপতি আশিক মোশারফ ও সাংগঠনিক সম্পাদক বকশী মিসবাউর রহমানের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপিরসহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহসভাপতি মৌলভী ওয়ালী সিদ্দিকী, আলহাজ আব্দুল মুকিত, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল, জেলা যুবদল নেতা মুজিবুর রহমান মজনু, জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম রসিক। উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি সালেহ আহমদ খসরু। কোরআন তেলাওয়াত করেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। প্রতিনিধি সমাবেশে জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর  :-/৯/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com