রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
মোঃ কবির হোসেন, নবীনগর প্রতিনিধি :
নবীনগর উপজেলার সলিমগঞ্জ লঞ্চঘাটে এম এল চম্পা লঞ্চের স্টাফ মোঃ মারুফ মিয়াকে অকারনে পিটিয়ে রক্তাক্ত যখম করে দুষ্ট আনোয়াার। সে এম এল তালতলা লঞ্চের মালিকের ছোট ভাই। আনোয়ার অনেক সময় যাএীদের সাথে ও দূর্ব্যবহার করে থাকে।
জানা যায়, তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে মারুফ মিয়াকে গলায় অাগাত করে আনোয়ার পালিয়ে যায়। এসময় উপস্থিত যাএী ও সুপারভাইজার মোঃ ফজর অালী মারুফকে তরিগরি করে সলিমগঞ্জ বাজারে ডাক্তার দেখিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়।