সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন
কালের খবর ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকালে গণভবনে দশ টাকা মূল্যমানের দুইটি স্মারক ডাকটিকেট ও দুইটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যের ডাটা কার্ড উন্মোচন করেছেন।
স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশ ডাক বিভাগ এসব স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা দিবস সোমবার বিকালে গণভবনে দশ টাকা মূল্যমানের দুটি স্মারক ডাকটিকেট ও দুটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যের ডাটা কার্ড উন্মোচন করেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন। এজন্য দুইটি বিশেষ সিলও ব্যবহার করা হয়।
এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, সচিব শ্যাম সুন্দর সিকদার এবং ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল উপস্থিত ছিলেন।